ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত। সিনিয়র রাজ্য ক্রিকেট এলিট গ্রুপের খেলায়। একই সঙ্গে অবনমনের ম্যাচে কোন্ দুই দল খেলবে তাও স্থির হয়েছে। আগামী ৩০ জুন ধর্মনগর কলেজ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে এ গ্রুপ চ্যাম্পিয়ন শান্তির বাজার ও বি গ্রুপ রানার্স মোহনপুর পরস্পরের মুখোমুখি হবে। ২ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে একই স্টেডিয়ামে এ গ্রুপ রানার্স উদয়পুর খেলবে বি গ্রুপ চ্যাম্পিয়ন সদরের বিরুদ্ধে। এদিকে এর আগে ২৮ জুন ধর্মনগর কলেজ স্টেডিয়ামে এ গ্রুপের সর্বশেষ দল কৈলাশহর ও বি গ্রুপের সর্বশেষ দল সোনামুড়া অবনমনের ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সিনিয়র রাজ্য ক্রিকেট এলিট গ্রুপের লীগ পর্যায়ের খেলা শেষে সেমিফাইনাল ও অবনমন ম্যাচের লাইন আপ চূড়ান্ত হয়েছে। চার জুলাই ধর্মনগর কলেজ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
2024-06-25