আগরতলা, ২৪ জুন: শহরকে যানজট মুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর। গত ৬ মাসে অভিযানে নেমে ২১ হাজার ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। তার মধ্যে প্রায় সাত হাজার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বাকি লাইসেন্সগুলোর বাতিলের প্রক্রিয়া চলছে। আজ বটতলা এলাকায় অভিযানে নেমে একথা বলেন ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস।
এদিন তিনি বলেন,শহরের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ।নমূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। তাতে যানযট সৃষ্টি হচ্ছে।
এদিন তিনি বলেন, আগরতলায় শুধু নয় সারা ত্রিপুরায় ট্রাফিক দফতর থেকে এই অভিযান চালানো হচ্ছে। গত ৬ মাসে অভিযান চালিয়ে ২১ হাজার ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। তার মধ্যে প্রায় সাত হাজার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বাকি লাইসেন্সগুলোর বাতিলের প্রক্রিয়া চলছে।
পাশাপাশি আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।