নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্য পঞ্চায়েত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল সিআইটিইউ এর এক প্রতিনিধি দল।
পানীয় জল সরবরাহ এবং কৃষি ক্ষেত্রে জল সেচের সঙ্গে যুক্ত পাম্প অপারেটরদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা রয়েছে। তাদের খুবই করুন অবস্থা। মজুরি ও একেবারেই কম। পাশাপাশি কোন ধরনের নোটিশ ছাড়াই তাদেরকে ছাটাই করে দেওয়া হয় প্রায়ই। যার ফলে একপ্রকার কর্মসংশয় নিয়ে ভুগছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে এদিন রাজ্য পঞ্চায়েত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

