নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.) : নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সোমবার সরকারিভাবে সাংসদ হিসেবে শুরু করলেন ইনিংস। এদিন ১৮তম লোকসভার প্রথমদিনে সাংসদ হিসেবে শপথ নেন হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা। সংসদে প্রথমদিনে আইভরি শাড়ি পরেছিলেন তিনি।
উল্লেখ্য, মান্ডি লোকসভা কেন্দ্রে কংগ্রেসের বিক্রমাদিত্য সিং-কে হারিয়ে প্রথমবারেই ভোটে জেতেন কঙ্গনা। বিজেপির টিকিট পাওয়ার পর প্রচারে নিজের জন্য যথেষ্ট পরিশ্রম করেন কঙ্গনা। বলিউড-ক্যুইন আগেই জানিয়েছিলেন, তিনি এখন আর তার অভিনয়ের কেরিয়ার নিয়ে ভাবছেন না, এখন তিনি পূর্ণ সময়ের রাজনীতিতে মন দিতে চান।