নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): দ্বাদশ পাসপোর্ট সেবা দিবস উপলক্ষ্যে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ভারতে ও বিদেশে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, বিদেশ মন্ত্রক ২০২৩ সালে ভারতীয় নাগরিকদের ১.৬৫ কোটি পাসপোর্ট-সম্পর্কিত পরিষেবা প্রদান করেছে এবং প্রতি মাসে ১৪ লক্ষেরও বেশি ভিসা আবেদন জমা পড়েছে।
ভারত এবং বিদেশে থাকা সমস্ত পাসপোর্ট কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে জয়শঙ্কর উল্লেখ করেছেন, বিদেশ মন্ত্রক কেন্দ্রীয় পাসপোর্ট সংস্থার সঙ্গে এই উপলক্ষকে চিহ্নিত করছে এবং সময়মত ভারতের নাগরিকদের পাসপোর্ট এবং সম্পর্কিত পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতি নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং দক্ষ পদ্ধতিতে পুনর্নবীকরণ করছে।