শ্রীনগর, ২৪ জুন (হি. স.): সোমবার দুপুরে শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের বহরি কাদালের বাজার মসজিদের কাছে। আগুনের ভয়াবহতা ছিল তীব্র। ক্রমে তা ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে।
ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশেপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি।