দার্জিলিং, ২৪ জুন (হি.স.) : নেপালে পাচারের আগে গন্ডারের শিং সহ গ্রেফতার এক পাচারকারী। নকশালবাড়ির সাতভাইয়া টোলপ্লাজায় এক ব্যক্তিকে আটক করে উদ্ধার গন্ডারের শিং। এসএসবি ৪১ ব্যাটেলিয়ন ও টুকরিয়াঝাড় বনদফতরের যৌথ উদ্যোগে উদ্ধার ১.২৫ কেজি ওজনের গন্ডারের শিং।
জানা গেছে ধৃত ব্যক্তি অজিত কুমার সিং, মনিপুরের বাসিন্দা। এসএসবির কাছে থেকে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া গিয়েছে। উদ্ধার গন্ডারের শিং পরীক্ষার জন্য জুয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে পাঠানো হবে। সূত্রের খবর এই ঘটনায় আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। ধৃতকে রিমান্ডে এনে এই চক্রের খোঁজ শুরু করা হতে পারে। উল্লেখ্য, সীমান্ত এলাকায় প্রশাসনের নজরদারি পূর্বের তুলনায় অনেক বেড়ে গিয়েছে তা আরও একবার প্রমাণ হল।