চেন্নাই, ২৩ জুন (হি. স.): চেন্নাই থেকে মুম্বইগামী একটি বিমানে ভুয়ো বোমা হামলার হুমকি বার্তা পাঠানোর জন্য এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম ভি প্রসন্ন। চেন্নাইয়ের থিরুভাইয়ারুর বাসিন্দা তিনি।
উল্লেখ্য, গত ১৮ জুন, একটি বেসরকারি বিমান সংস্থার কাস্টমার সার্ভিসে মেসেজ করে তিনি জানান, মুম্বইগামী বিমানে বোমা রয়েছে। তদন্তে নামে পুলিশ। তারপরেই গ্রেফতার করা হয় ওই যুবককে। অভিযুক্তকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। কী কারণে তিনি এই ঘটনা ঘটালেন, তা খতিয়ে দেখছে পুলিশ।