নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.): রবিবার (২৩ জুন) ভারতীয় শিক্ষাবিদ, লেখক, জাতীয়তাবাদী রাজনীতিবিদ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। মৃত্যুবার্ষিকীতে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন মহান দেশপ্রেমিক, প্রখ্যাত চিন্তাবিদ এবং শিক্ষাবিদ। বলিদান দিবসে তাঁকে শ্রদ্ধাঞ্জলি। তিনি ভারত মাতার সেবায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর মতো মহান ব্যক্তিত্ব দেশের মানুষকে অনুপ্রাণিত করতে থাকবেন।