কেউ রেহাই পাবে না, নিট ও নেট পরীক্ষায় অনিয়ম ইস্যুতে মন্তব্য সুকান্তর

বালুরঘাট, ২৩ জুন (হি.স.): নিট ও ইউজিসি-নেট পরীক্ষায় নানা ধরনের অনিয়মের অভিযোগ এসেছে। ইতিমধ্যেই ইউজিসি-নেট পরীক্ষা বাতিলও করা হয়েছে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। রবিবার তিনি বলেছেন, কেউ রেহাই পাবে না।

ডাক্তারিতে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। এ বিষয়ে রবিবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার বলেছেন, “এনটিএ ডিজি-কে অপসারণ করা হয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাউকে রেহাই দেওয়া হবে না। সবাইকে গ্রেফতার করা হবে।”