বিষমদ কাণ্ডে স্ট্যালিনকে একহাত নিলেন দিনাকরণ, উঠল সিবিআই তদন্তের দাবি

চেন্নাই, ২৩ জুন (হি.স.): তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষমদ কাণ্ডে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করলেন এএমএমকে (আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগাম)-এর সাধারণ সম্পাদক টিটিভি দিনাকরণ। এই বিষমদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

রবিবার দিনাকরণ বলেছেন, “এটি ডিএমকে সরকারের ব্যর্থতা। এই মৃত্যুর জন্য ডিএমকে নেতৃত্বই দায়ী। এই ঘটনার কারণে, তিন মাস হয়তো এই বিষাক্ত মদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে, কিন্তু তার পরে, তা আবারও পুরানো সময়ে ফিরে আসবে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন মানুষের মুখোমুখি হতে ভয় পান, তাই তিনি এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেননি। এএমএমকে এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি করেছে।”