নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: রবিবার দুপুরে ধর্মনগরের আরিয়াভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ন্যায়তা নিয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলর ডক্টর গুঞ্জন বংশাল, রেজিস্টার দীপক বংশাল, কমার্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত জয় দেবনাথ, মার্কেটিং এর দায়িত্বপ্রাপ্ত গৌরীশ চক্রবর্তী এবং রাজনৈতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দন দেবনাথ।
তারা জানান ইউজিসি থেকে যে লিস্ট বের হয়েছে তাতে এই ইউনিভার্সিটিটির নাম না থাকলেও তারা একজন ন্যায় পাল নিযুক্ত করেছেন। ইউজিসিয়ের নিয়ম অনুযায়ী একজন ন্যায়পাল আবশ্যক। যে ১৫৭ টি ইউনিভার্সিটির নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে ১০২ টি হচ্ছে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এবং ৪৭টি ইউনিভার্সিটি হচ্ছে বেসরকারি। ন্যায়পাল হিসাবে এই ইউনিভার্সিটি রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট পঙ্কজ পালকে নিয়োগ করেছে।
কিন্তু তাদের কাগজপত্র পৌঁছুতে পৌঁছুতে ইন্টারনেটের মাধ্যমে তারা ১৫ জুন হয়ে গেছে তাই যে ইউনিভার্সিটি লিস্ট বের হয়েছে তাতে এই ইউনিভার্সিটিটির নাম নেই। কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ , যোগা এমনকি বিভিন্ন বিশেষ ফেসিলিটি ছাত্রদেরকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাই পরের লিস্টে এই ইউনিভার্সিটিটির নাম চলে আসবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।
এই ইউনিভার্সিটিটির নুতন বিল্ডিং এর কাজ তিলথৈ এর পালগাঁওয়ে প্রায় শেষের পথে । আগামী আগস্ট মাসে এই নূতন বিল্ডিং এর উদ্বোধন হবে বলে তারা জানিয়েছেন। একই সাথে দুই হাজার ছাত্রছাত্রী এই ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারবে। আগস্ট মাস থেকে এদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে । প্রতিদিন যথারীতি ইউনিভার্সিটি কাজকর্ম চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। উত্তর ত্রিপুরার একমাত্র আন্তর্জাতিক ইউনিভার্সিটি আরিয়া ভার্ট ইউনিভার্সিটিতে দলে দলে ছাত্রছাত্রীরা এসে তাদের কলেজ পর্যায় থেকে শুরু করে একেবারে পি এইচ ডি পর্যায় পর্যন্ত সাথে পড়াশোনা করার সুযোগ পাবে।