ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে অমরপুর। তৃতীয় ম্যাচের মাথায়। তাও খোয়াইকে এক উইকেটের ব্যবধানে অনেকটা শ্বাসরুদ্ধকর ভাবে হারিয়ে। তবে এই জয় অমরপুরের পক্ষে সান্তনা মূলক কেননা ইতোমধ্যে এ গ্রুপ থেকে দুই দল মূল পর্বে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। তবে রাজ্য সিনিয়র প্লেট গ্রুপ ক্রিকেটে তৃতীয় ম্যাচের মাথায় জয়ী হওয়ায় অমরপুর শিবিরে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। শান্তির বাজারের বাইখোঁড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে অমরপুর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে খোয়াই ৩৯.৪ ওভার খেলে ১৭৪ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে প্রশান্ত দাসের ৫৫ রান সর্বাধিক ছিল। অমরপুরের দেবোত্তম ঘোষ ও গোপাল দাসগুপ্ত তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে অমরপুর ৩৭.৫ ওভার খেলে নয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। রিতম দাস ৪৫ রানে দলকে অনেকটা এগিয়ে দিলেও অন্তিম উইকেটের জুটিতে গোপাল দাসগুপ্ত দুর্দান্ত খেলে ২৪ বলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৪ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। একই সঙ্গে বলে ব্যাটে দারুন অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।