নকশালবাড়ি, ২২ জুন (হি.স.) : নকশালবাড়িতে হাতির আক্রমণে মৃত্যু হল এক বনকর্মীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে নকশালবাড়ি ব্লকের অন্তর্গত কলাবাড়ি বনাঞ্চলে। মৃতের নাম রাজেন্দ্র রাই (আইতে) (৪৮)। কলাবাড়ি বন বিভাগের কর্মী ছিলেন তিনি। কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে জানান, শুক্রবার রাতে হাতির হানায় ওই কর্মীর মৃত্যু হয়েছে। নকশালবাড়ি আশাপুর চা বাগান সংলগ্ন এলাকায় ৪ জন কর্মী হাতির দলকে গাইড করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিলেন।
ঠিক সেই সময় আশপাশের বাসিন্দারা পটকা ফাটায়। যার ফলে হাতিটি ক্ষেপে বনকর্মীদের উপরই হামলা করে। হামলায় ৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও রাজেন্দ্র পালাতে পারেননি। হাতির হামলায় গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় তাঁর। মৃত কর্মীর বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ডিএফও।