মহারাষ্ট্রে গাছ চাপা পড়ে মৃত বৃদ্ধা

পালঘর, ২২ জুন (হি. স.): দুই দিন ধরে গাছের নীচে চাপা পরে আটকে বৃদ্ধা। উদ্ধার করা গেলেও অবশেষে প্রাণে বাঁচানো গেলো না তাকে। মহারাষ্ট্রে মৃত্যু হল ৭০ বছরের এক বৃদ্ধার।

প্রবল প্রবল ঝড়-বৃষ্টিতে গাছের নীচে চাপা পরে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এবার সেই তালিকায় যুক্ত হল মহারাষ্ট্রের এক বাসিন্দার নাম। গাছের নীচেই চাপা পড়ে আটকে যান এক ৭০ বছর বয়সি বৃদ্ধা। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের পালঘরের ভিরার এলাকায়। গাছের নীচে চাপা পড়ার পর থেকে দুই দিন ওই অবস্থাতেই থাকেন বৃদ্ধা। ঝড়ের কারণে ব্যাহত হয় উদ্ধার কাজ। অবশেষে দুই দিন পর মৃত অবস্থায় উদ্ধার করা হয় বৃদ্ধাকে।