দেশ দ্রুত এগোচ্ছে, কৃষিকেও এগিয়ে নিয়ে যেতে হবে : শিবরাজ চৌহান

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.) : ভারত এই মুহূর্তে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহান বলেছেন, “এই মুহূর্তে আমাদের দেশ দ্রুত উন্নতি করছে… ভারত একটি অতি প্রাচীন এবং মহান দেশ। আমরা সবাই তা জানি।”

শনিবার নতুন দিল্লিতে আইসিএআর-এ আয়োজিত জাতীয় সেমিনার এবং প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিবরাজ সিং চৌহান। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, “পৃথিবীর উন্নত দেশে যখন সভ্যতার সূর্য উদিত হয়নি, তখন ভারতে বেদের স্তোত্র রচিত হয়েছিল। এটি সত্যিই একটি আশ্চর্যজনক দেশ এবং আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত।”

কৃষকদের কল্যাণের স্বার্থে শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কৃষকদের কল্যাণ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর ভিশনই আমাদের লক্ষ্য। যেদিন থেকে আমি কৃষিমন্ত্রী হয়েছি, সেদিন থেকে দিনরাত চিন্তা করছি, কিভাবে আরও ভালো করা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *