হাফলং (অসম), ২২ জুন (হি.স.) : সরকার বিপিএল পরিবারের জন্য বিনামূল্যে চাল দিচ্ছে। কিন্তু এই চাল স্বাস্থ্যের পক্ষে কতটুকু নিরাপদ এ নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বিপিএল পরিবারদের যে চাল নায্য মূল্যের দোকান অর্থাৎ রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে তা স্বাস্থ্যের পক্ষে একেবারে নিরাপদ নয় বলে অভিযোগ উঠতে শুরু করেছে।
বিপিএল পরিবারদের রেশন দোকান থেকে যে চাল দেওয়া হচ্ছে ওই চালের সঙ্গে প্লাস্টিকের চাল মিশিয়ে দেওয়া হচ্ছে বলে এবার অভিযোগ উঠছে। ডিমা হাসাও জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই অভিযোগ উত্থাপন করেছেন।
তাদের অভিযোগ, রেশন দোকান থেকে যে চাল দেওয়া হচ্ছে সেই চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো রয়েছে। হাফলংয়ের পার্শ্ববর্তী বেথেল গ্রামের বাসিন্দারা এই অভিযোগ করেছেন।
বিষয়টির ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে, রেশন দোকান থেকে বিপিএল পরিবারদের যে চাল বিতরণ করা হয়েছে ওই চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো রয়েছে। তাই এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এই চাল স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ। এই চাল খেলে মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হওয়ার আশংকা রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।