ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনিমেষ দেববর্মার হ্যাটট্রিক। দুর্দান্ত জয় ইকফাই ফুটবল ক্লাবের। উদ্বোধনী ম্যাচে পরাজয়ের বিষয়টা মন থেকে ঝেড়ে ফেলে ইকফাই ফুটবল ক্লাবের ছেলেরা শনিবারে দুর্দান্ত খেলেছে। প্রথম ম্যাচে সরোজের কাছে হেরে দ্বিতীয় ম্যাচে সবুজকে হারালো। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সি ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের পঞ্চম ম্যাচে শনিবার ৮ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। গোলের সূচনা একুশ মিনিটের মাথায় কাঁচাঙ জমাতিয়ার সৌজন্যে। ১০ মিনিট বাদে রাকেশ জমাতিয়ার গোল এবং ৪৩ মিনিটের মাথায় সাচলাং জমাতিয়ার গোল দলকে প্রথমার্ধে ৩-০ গোলে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধেও ইকফাই ফুটবল ক্লাবের ছেলেরা প্রাধান্য বজায় রেখে খেলে একে একে আরও পাঁচটি গোল করে। ৬৩, ৮৮ ও ৮৯ মিনিটের মাথায় তিনটি গোল করে অনিমেষ দেববর্মা দুর্দান্ত হ্যাটট্রিক পায়। পক্ষান্তরে সবুজ সংঘের ছেলেরা সামনে পেছনে অনেকটাই ছন্নছাড়া খেলে ক্রমিক গোল হজম করতে বাধ্য হয়। খেলার ৭৯ মিনিটে বিলাশ দেববর্মা এবং একেবারে অন্তিম সময়ে থাকচাঙ জমাতিয়ার গোল দলের পক্ষে ৮-০ তে চূড়ান্ত জয় এনে দেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, লিটন সাহা, চিরঞ্জিত দেববর্মা ও পল্লব চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে, সরোজ সংঘ ও কদমতলী যুব সংস্থা।
2024-06-22