ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজপথে আগামীকাল মেগা র্যালীর আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন। আন্তর্জাতিক অলিম্পিক দিবসকে সামনে রেখে এই মেগা অলিম্পিক র্যালীর আয়োজন। শুরু হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে সকাল সাতটায়। তবে অংশগ্রহণকারী প্রতিটি ক্রীড়া সংস্থা, সংগঠন, ক্লাব, অনুমোদিত এসোসিয়েশন, এনজিও এবং প্রতিষ্ঠানের পাশাপাশি আপামর ক্রীড়া প্রেমীকে সকাল ছয়টার মধ্যে রবীন্দ্রভবন প্রাঙ্গণে রিপোর্ট করতে অনুরোধ জানানো হয়েছে। আজ অলিম্পিক এসোসিয়েশনের অফিস লেনস্থিত অলিম্পিক ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেগা অলিম্পিক র্যালীর রোড ম্যাপ ঘোষণা করা হয়। মেগা র্যালী রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে দুর্গা বাড়ি, রাজবাড়ি, কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, আর.এম.এস চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী অর্থাৎ বিভিন্ন রাজপথ অতিক্রম করে পুনরায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, অ্যাকটিং প্রেসিডেন্ট দ্রোনাচার্য বিশ্বেশ্বর নন্দী, সহ-সভাপতি স্বপন সাহা, জেনারেল সেক্রেটারি সুজিত রায়, জয়েন্ট সেক্রেটারি লিটন রায় সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেগা র্যালীতে প্রত্যেক ক্রীড়াপ্রেমীকে অংশগ্রহণ করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে, আন্তর্জাতিক অলিম্পিক দিবসকে সামনে রেখে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত বেশ কিছু সংস্থা এবং সংগঠন ইতোমধ্যে নিজ নিজ ডিসিপ্লিনের উপর বয়স ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। বেশ কিছু ইভেন্টের প্রতিযোগিতা আগামীকাল অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।