আগরতলা, ২১ জুন: নিট এবং ইউজিসি-নেট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে আজ রাজপথে বিক্ষোভ মিছিল দেখিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন কর্মীরা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি, তাঁরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।
এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা অভিযোগ করেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ)-র গৃহীত পরীক্ষাগুলিতে একের পর এক অভিযোগ মিলছে। এখন ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করা হয়েছে। সারা দেশের যুব সমাজের মধ্যে হতাশাজনক পরিস্থিতি বিরাজ করছে। পরীক্ষার দূর্নীতির বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের হাইকোর্টে মামলা করা হচ্ছে। এর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিরব ভূমিকা পালন করছেন।
এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, মোদী সরকার প্রশ্নপত্র ফাঁসের সরকার। তাঁদের মোটা অর্থ কামানোই হল মূল্য লক্ষ্য। মোদী সরকারের আমলে দেশ জুড়ে এখনো পর্যন্ত ৭০টি প্রশ্ন পত্র ফাঁস হয়েছে। নিট পরীক্ষায় মেধাবী ছাত্র ছাত্রীরা যোগ্য স্থান পায়নি। যারা অযোগ্য তারাই স্থান পেয়েছে। কারণ, দেশে ভুল চিকিৎসা হোক মোদী সরকার চাইছে।