সারা দেশের সাথে ত্রিপুরায়ও আন্তর্জাতিক যোগা দিবস পালিত

আগরতলা, ২১ জুন: সারা দেশের সাথে রাজ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়েছে। এদিন সরকারি ভাবে মূল অনুষ্ঠানটি হয়েছে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে।এদিন অনুষ্ঠানে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী (অধ্যাপক) ডা. মানিক সাহা। তাছাড়া প্রদেশ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এন.এস.আর.সি.সি হলে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়েছে। 

এদিন আগরতলা এনএসআরসিতে বিজেপি‌ ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আয়োজিত যোগা দিবসে অংশ গ্রহন করেছেন মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা।তাছাড় এদিন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগা মহোৎসবে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

তাছাড়া, আসাম রাইফেল পাবলিক স্কুলে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পাশাপাশি মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটার্নিটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে যোগা দিবস পালন করা হয়েছে।

হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগা মহোৎসবে মুখ্যমন্ত্রী বলেন, যোগাসন প্রাচীন ভারতীয় ঐতিহ্যের মধ্যে নিহিত। এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে।সাথে যোগ করেন, এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল যোগা- নিজের ও সমাজের জন্য। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রমাগত প্রয়াসে যোগাভ্যাস আজ আন্তর্জাতিকস্তরে বিশেষভাবে সমাদৃত। 

এদিন আগরতলা এনএসআরসিতে বিজেপি‌ ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আয়োজিত যোগা দিবসে অংশ গ্রহন করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।পাশাপাশি, এদিন তিনি বনমালীপুর বিধানসভার অন্তর্গত প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন। এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, যোগ আমাদের কেবল শারীরিকভাবেই সুস্থ রাখে না, পাশাপাশি মানসিক এবং আধ্যাত্মিক চিন্তার উন্নতি ঘটায়, শান্ত ও প্রাণবন্ত করে তোলে। 

তাছাড়া এদিন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা উদ্যোগে এনএসআরসিসি হলে আয়োজিত যোগ শিবিরে অংশ গ্রহণ করেছেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন তিনি বলেন,সুস্থ দেহ ও রোগমুক্ত জীবন যাপনের জন্য প্রতিদিন একটু হলেও যোগ ব্যায়াম করা অত্যন্ত প্রয়োজন।

এদিন হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগা মহোৎসবে অংশগ্রহণ করেছেন মন্ত্রী টিংকু রায়।এদিন শ্রী রায় বলেন, যোগব্যায়াম সঙ্গীতের মতো। শরীরের ছন্দ, মনের সুর এবং আত্মার সামঞ্জস্য মিলে জীবনের সিম্ফনি তৈরি করে। এই চঞ্চল,চলমান বিশ্ব থেকে নিজের মনকে একেবারে একনিষ্ঠ বিন্দুতে নিয়ে আসাই হল যোগের ভিত্তিভূমি।সীমার সাথে অসীমের এক অদৃশ্য শক্তির ভরকেন্দ্র। যোগের সঙ্গে যোগাসন শব্দটি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *