আহমেদাবাদ, ২১ জুন (হি.স.): মানবতা ও বিশ্বকে ভারতের দেওয়া অনন্য উপহার যোগ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, সমগ্র বিশ্ব যোগকে গ্রহণ করেছে। দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে শুক্রবার গুজরাটের আহমেদাবাদ যোগাভ্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানা ধরনের যোগ চর্চা করেন তিনি।
পরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “যোগ হল মানবতা এবং বিশ্বের জন্য ভারতের উপহার। বিশ্ব যোগকে গ্রহণ করেছে…আজ ১ কোটিরও বেশি মানুষ যোগ অনুশীলন করেছেন। প্রধানমন্ত্রী মোদী যোগব্যায়ামকে একটি বড় মঞ্চ দেওয়ার ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করেছেন। বসুধৈব কুটুম্বকমের সারাংশ যোগ দ্বারা চিহ্নিত করা হয়।”