আগরতলা, ২১ জুন: যোগেন্দ্রনগর রেলস্টেশনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন বহি:রাজ্যের এক শ্রমিক। তরিঘড়ি সহকর্মীরা তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, আজ যোগেন্দ্রনগর রেলস্টেশনে কাজ করতে গিয়েছিলেন বহি:রাজ্যের শ্রমিক সাহিন্দার সিং(২৭)। তখন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তড়িঘড়ি সহকর্মীরা তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিত্সাধীন আছেন। কিন্তু কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন তা এখনো জানা যায় নি।