আগরতলা, ২১ জুন : অবশেষে মৃত্যু হয়েছে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় আহত নবম শ্রেণীর ছাত্রী এলিনা দেববর্মার। মৃত ছাত্রীর পরিবারের সদ্যসরা থানায় লিখিত মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর আশরাফুল এলাকায় বাইক এবং মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এর ফলে বাইকে থাকা বাইক চালক তথা ছাত্র কিং দেববর্মা এবং নবম শ্রেণীর ছাত্রী এলিনা দেববর্মা গুরুতরভাবে আহত হয়। তাদের রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে, প্রত্যক্ষদর্শীরা জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, একজন স্কুল ছাত্র এবং ছাত্রীকে এদিন জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুজনেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছিলেন। আজ চিকিত্সাধীন অবস্থায় এলিনা দেববর্মা মৃত্যুর কুলে ঢলে পড়েন।
অপরদিকে মেয়ের বাবা জানিয়েছিলেন, তিনি টিএসআর হিসেবে কর্মরত। এলিনা দেববর্মা এদিন দুপুরে তার কাকার বাড়িতে এসেছিল। পরিবারের সদ্যসরা থানায় লিখিত মামলা দায়ের করেছেন।