খড়িবাড়ি, ২১ জুন (হি. স.) : খেলতে গিয়ে বাড়ির নির্মায়মাণ সেপটিক ট্যাঙ্কে ডুবে মারা গেল দেড় বছরের এক শিশু। জানা গিয়েছে, মৃতের নাম সমীর টুডু। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দেবুরামজোত এলাকায়।
এদিন দুপুরে মায়ের সঙ্গে শিশুটি পাশের লক্ষণ হাঁসদার বাড়ি বেড়াতে যায়। লক্ষণের বাড়িতে গ্রাম পঞ্চায়েতের তরফে একটি সেপটিক ট্যাঙ্কের কাজ চলছিল। মায়েদের গল্পের মাঝেই সকলের অলক্ষ্যে শিশুটি খেলতে খেলতে ওই বাড়ির নির্মায়মাণ সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। পরবর্তীতে সেপটিক ট্যাঙ্কে থেকে শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি বাতাসি প্রাথমিক হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখান গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।