আগরতলা, ২১ জুন: নিজ বাড়ির পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নেশা আসক্ত ছিলেন ওই ব্যক্তি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ সকালে সেকেরকোট দারোগাবাড়ি এলাকার বাসিন্দা মানিক সাহা(৬০) নিজ বাড়ির পুকুরে স্নান করতে গিয়েছিলেন। তখন জলে তলিয়ে যায় ওই ব্যক্তি। দীর্ঘসময় অতিক্রান্ত হলেও ঘরে ফিরে না আসায় বৃদ্ধার স্ত্রী খুজতে গিয়ে দেখেন স্বামী জলে ভেসে আছেন। সাথে সাথে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন।