নাকা চেকিং-এর সময় প্রচুর কাপড় ও চশমা উদ্ধার

আগরতলা, ২১ জুন : উদয়পুর বাগমা ফাঁড়ির নাকা পয়েন্টে সন্দেহভাজন গাড়িকে আটক করে প্রচুর কাপড় ও চশমা উদ্ধার করে। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।

জানা যায়, আজ সকালে বাগমা ফাঁড়ির পুলিশ নাকা চেকিং- এ বসে।তখন পুলিশ সন্দেহভাজন টিআর০১এইউ১৯২০ নম্বরের একটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়েছে। তখন গাড়িতে ৩৫ বস্তা পরিমাণ কাপড় ও ১৫ বস্তা চশমা মজুত ছিল। উদ্ধারকৃত সামগ্রীর কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি গাড়ির চালক। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বাগমা ফাঁড়ির পুলিশ।