ক্রীড়া প্রতিনিধি আগরতলা। আগরতলায় চলছে এখন ত্রিপুরা ফুটবল ইকুয়েশনের উদ্যোগে আয়োজিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। এবছর এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ১৬ টি দল। যা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে রেকর্ড। পুরনো ক্লাবগুলি ছাড়াও বেশ কয়েকটি ক্লাব প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে ময়দানে নামবে ফুটবল ময়দানের পুরনো দুটো দল উমাকান্ত কোচিং সেন্টার ও বিবেকানন্দ ক্লাব। জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই এই দুটি দল পরস্পরের বিরুদ্ধে লড়াই নামবে। ময়দানের লড়াইয়ে নামার আগে এবার আনুষ্ঠানিকভাবে জার্সি পেলেন বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। তাদের জার্সি প্রদানে এগিয়ে এলো লংতরাই গুঁড়ো মশলা।এনিয়ে এবারের ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্টে দুটি দলের হাতে জার্সি তুলে দিল লংতরাই।সরোজ সংঘের পর এবার বিবেকানন্দ ক্লাবের পাশে দাঁড়ালো রাজ্যের এই প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান লংতরাই ব্র্যান্ড । বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ভাটি অভয়নগরস্থিত এই ক্লাবের কর্মকর্তা চেয়ারম্যান তথা আগরতলা পৌর নিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ ও খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেন লংতরাই গুঁড়ো মশলার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ ও ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য কৃষ্ণধন দেবনাথ । এই প্রতিষ্ঠান ব্যাবসার পাশাপাশি প্রতিনিয়তই সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে জড়িত থাকে । জার্সি প্রদান করে সুব্রত বাবু বলেন, বিশ্বাস করি বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা ওই ক্লাবের ঐতিহ্য বজায় রাখবে এবং রাজ্যেবাসীকে ভালো খেলা উপহার দেবে। দলে সিনিয়র এবং জুনিয়র ফুটবলারদের সংমিশ্রনে এক দারুন টিম তৈরী হয়েছে। দলে সিনিয়র ফুটবলারদের মধ্যে রয়েছেন সুমন কুমার দেব এবং পল্টু চৌধুরি । দলকে প্রশিক্ষণ দিচ্ছেন একসময়ের মাঠ কাঁপানো ফুটবলার কর্ণেন্দু দেববর্মা। কর্তৃপক্ষ বিশ্বাস করেন, মরশুমে ভালো খেলবেই দলীয় ফুটবলাররা।