BRAKING NEWS

অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেলেন বাম সংগঠনের নেতৃত্বরা

আগরতলা, ২০ জুন: অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে জিবি হাসপাতালে ছুটে গেলেন এসএফআই এবং টিএসইউ-র নেতৃত্বরা।

সংগঠনের জনৈক কর্মী জানিয়েছেন, সম্ভবত খাদ্যে বিষক্রিয়ায় বোধজং বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে অনিয়মের মধ্যে হোস্টেল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চরম অব্যবস্থার মধ্য দিয়ে হোস্টেল পরিচালনা হচ্ছে। 

সংগঠনের তরফ থেকে অভিযোগ করেন, গুণগত মান বজায় না রেখেই হোস্টেলের খাবার তৈরী করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বেহাল দশা হয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *