নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২০ জুন: বিশালগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে নেশাখোর ও নেশা কারবারীদের দৌরাত্ম চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় অবশেষে ময়দানে নামলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের ভূমিকায় তারা প্রচন্ড ক্ষুব্ধ।
নেশাখোরদের বিরুদ্ধে অভিযান এলাকাবাসীর। নেশা সামগ্রী ফেলে দৌড়ালো এলাকার নেশাখোর যুবকরা। উদ্ধার করে পুড়িয়ে ফেলা হলো নেশা সামগ্রী। দেরিতে হলেও বোধোদয় হলো এলাকাবাসীর। এলাকার যুবকরা মারন নেশায় আক্রান্ত। প্রতিটি পরিবারে প্রায় অশান্তির আগুন জ্বলছে এই নেশাগ্রস্ত যুবকদের তাণ্ডবে। উপায় না পেয়ে এলাকায় নেশাগ্রস্ত যুবকদের বিরুদ্ধে অভিযানের নামলো স্থানীয় সাধারণ মানুষজন।
বিশালগড় কড়ইমুড়া এলাকায় কয়েকজন যুবক নেশা সামগ্রী নিয়ে নেশা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় এলাকার সাধারণ মানুষ জন তাদেরকে ধাওয়া করে। নেশাগ্রস্ত যুবকরা পালিয়ে যেতে সক্ষম হলেও সাতটি ব্রাউন সুগারের কন্টেনার সহ এক প্যাকেট নেশা জাতীয় ট্যাবলেট আটক করে এলাকাবাসী। স্থানীয় মানুষজন জরু হয়ে এই সমস্ত নেশা সামগ্রী পুড়িয়ে ফেলেন এবং বলেন এই নেশার কবলে পড়ে সর্বস্বান্ত হয়ে গেছেন যুবকরা। প্রায় প্রতিটি পরিবারে এই নেশাগ্রস্থ যুবকদের তাণ্ডবে অতিষ্ঠ।
তাই সকলের কাছে আবেদন রাখেন প্রতি পাড়ায় পাড়ায় যেন সাধারণ মানুষজন এই সমস্ত নেশাগ্রস্থ যুবকদের বিরুদ্ধে অভিযান জারি রাখেন। এলাকায় নেশাগ্রস্ত যুবকদের করা হুঁশিয়ারি দেন যদি কাউকে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য সেবন করতে দেখা যায় তার পরিণাম হবে ভয়াবহ। সবচেয়ে আফসোসের বিষয় বিশালগড়ের কোন কোন এলাকায় কারা কারা এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য বিক্রি করেন তা কুষ্টি শুদ্ধ লিপিবদ্ধ রয়েছে বিশালগড় থানার পুলিশের কাছে।
সামান্য অর্থের বিনিময়ে পুলিশ এই সমস্ত নেশা কারবারীদের কাছে মাথা বিক্রি করে রেখেছেন।। তবে আসার কথা হল সাধারণ মানুষ জাগতে শুরু করেছে এই অভিযান শেষ পর্যন্ত পুলিশকেও রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন সাধারণ মানুষ জন।।