লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালটি বিভিন্ন সমস্যায় জর্জরিত, সংস্কারের দাবি মহকুমাবাসীর

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালি, ২০ জুন: লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালটি একরাশ সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। কংগ্রেসের জোট সরকার থাকাকালীন, প্রয়াত বিধায়ক শ্যামাচরন ত্রিপুরার অবদানে ছৈলেংটায়, লংতরাইভ্যালি মহকুমা এবং লংতরাইভ্যালি মহকুমা হাসপাতাল তৈরি হয়।  দীর্ঘ ২৫-২৬ বছর অতিক্রান্ত হয়েছে, বর্তমানে হাসপাতালটির খুবই খারাপ অবস্থা । কংগ্রেস জোট আমলে তৈরি হয়েছে বলে বাম আমলে যেযন বিভিন্ন দিক দিয়ে বঞ্চনা করা হয়, বর্তমানেও একই দশায় রয়েছে হাসপাতালটি।

এই হাসপাতালে একজনও বিশেষজ্ঞ চিকিৎসক নেই। সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়েছে, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও শিশু চিকিৎসক বা বিশেষজ্ঞের। প্রসূতি রোগীকে অধিকাংশ সময় কুলাই জেলা হাসপাতালে ছুটে যেতে হয়। আর শিশু চিকিৎসক এর জন্য শিশুদের নিয়ে কুমারঘাট বা ধর্মনগর ছুটে যেতে হয়।

তাই এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্হ্য মন্ত্রীর কাছে লংতরাইভ্যালি মহকুমাবাসীর আবেদন বা দাবি মহকুমাবাসীর সুবিধার জন্য যেন লংতরাইভ্যালি মহকুমা হাসপাতাল একজন করে শিশু বিশেষজ্ঞ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া হয়। এতে মহকুমাবাসী অনেক উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *