কলকাতা, ২০ জুন (হি.স.) : রাজ্যে সদ্য মিটেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। আর সেই ভোটে বিপুল আসন পেয়ে জয় লাভ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। কিন্তু ভোট মিটতেই সিপিআইএম দলের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে তারা বিজেপির ভোট কেটেছে। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিট মুখ্য কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাংবাদিক বৈঠক করে সেই কথা খন্ডন করলেন। তিনি স্পষ্ট এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ”আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
আমরা কোনো দলের ভোট কাটিনি। আমাদের লড়াই প্রথম থেকেই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ছিল। আমরা সেই লক্ষ্যেই মানুষের কাছে সমর্থন প্রার্থনা করেছি। মানুষের সমর্থন পেয়েছি। আমরা কারুর ভোট কাটিনি। এটা ঠিক একটা ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে।” প্রসঙ্গত, সিপিআইএম এর বিরুদ্ধে ১২ টি আসনে বিজেপির ভোট কাটার অভিযোগ উঠেছে।