নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৪ (পি আই বি): প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে পুনরায় বলেছেন যে তাঁর সরকার এই রোগটিকে পরাস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূলকরণ মিশন’-এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন যে তাঁরা এ ছাড়াও এই জন্মগত রক্ত জনিত বিশৃঙ্খলা বা অসুখটি সম্পর্কে সচেতনতা সৃষ্টির মতো অন্যান্য দিকগুলি নিয়েও কাজ করছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
“বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে এই রোগটিকে পরাস্ত করতে আমরা আমাদের প্রতিশ্রুতির কথা পুনরায় উচ্চারণ করছি। বিগত বছর আমরা ‘জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূলকরণ মিশন’-এর সূচনা করেছি এবং এ ছাড়াও এই জন্মগত রক্ত জনিত বিশৃঙ্খলা বা অসুখটি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সার্বজনীন ক্ষেত্র সমীক্ষা ও পরীক্ষা, প্রাথমিক পর্যায়েই রোগ নির্নয় এবং যথাযথ পরিচর্যার মতো অন্যান্য দিকগুলি নিয়েও কাজ করে আসছি। পাশাপাশি আমরা এই ক্ষেত্রটিতে প্রযুক্তিগত শক্তি বৃদ্ধি করতেও কাজ করে চলেছি।”