প্রশাসনিক নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রাইভেট টিউশন অব্যাহত সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন: রাজ্য সরকার সরকারের স্কুলে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ করা সত্ত্বেও একাংশের শিক্ষক বেআইনি কাজকর্ম চালিয়ে যাচ্ছে।
প্রশাসনিক নির্দেশকে কলাপাতা বানিয়ে টিউশন বাণিজ্য স্বমহিমায় খোয়াইতে। শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কড়া মনোভাব বা প্রশাসনিক নির্দেশ সত্ত্বেও বিদ্যা ব্যবসা চলছে স্বমহিমায়। চুটিয়ে বিদ্যা ব্যবসা চালিয়ে যাচ্ছে খোয়াই’র বনেদি বিদ্যালয়ের  কতিপয় শিক্ষক। কিছুদিন পূর্বেও খোয়াইতে একটি সরকারি অনুষ্ঠানে বিদ্যা ব্যাপারিদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। তাদের স্পষ্টভাবে জানিয়েছেন সরকারি শিক্ষক টিউশন বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকতে পারবে না।

কয়েকটি জেলায় কড়া মনোভাব নেওয়া হলেও খোয়াইতে সরকারি শিক্ষকদের একাংশের প্রাইভেট টিউশন অব্যাহত রয়েছে। বেশ কিছু বিদ্যা-ব্যবসায়ী শিক্ষককে নোটিশ দেওয়া হলেও তারা নোটিশের জবাব পর্যন্ত দেয়নি বলে অভিযোগ।

বিদ্যা ব্যবসা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েও প্রশাসনিক আধিকারিকরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। পরবর্তী সময়ে অভিভাবকদের পাঠিয়ে ওই বিদ্যা ব্যাপারি বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন। এখন সেটাও ফাইল চাপা। চুটিয়ে ফের বিদ্যা ব্যবসা করছেন ওই শিক্ষকেরা। জানা গেছে সর্ষেতেই ভূত। ওঝা হয়ে কিভাবে ভূত সারাবেন  শিক্ষা অধিকারীক। যাদের উপর প্রশাসনিক নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব তাদের একাংশ চাইছেন না নির্দেশ কার্যকর হোক। এমনি অভিযোগ। শিক্ষা দপ্তরের কিছু আধিকারিক সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের বিরোধী। তাদের একাংশের মদতেই শহরের বনেদি বিদ্যালয়ের শিক্ষকরা চুটিয়ে বিদ্যাব্যবসা করছেন। অভিযোগ দপ্তরের কোনো ভূমিকাই নেই!

এই বিদ্যা বাণিজ্য রুখতে এবার বর্তমান মুখ্যমন্ত্রী  প্রফেসর ডাঃ মানিক সাহা কড়া মনোভাব দেখাক এমনটাই দাবি অভিভাবকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *