ফিরোজাবাদ, ১৯ জুন (হি. স.) : তীব্র তাপপ্রবাহের জেরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগ্নিকাণ্ডের খবর আসছে। এবার উত্তর প্রদেশের ফিরোজাবাদে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে গেল আচমকাই। হঠাৎই এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।
জানা যাচ্ছে, বুধবার দুপুরে হঠাৎই উত্তর প্রদেশের ০।ফিরোজাবাদে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে যায়। এই আগুন থেকে পাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ও বাইকে আগুন ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে তীব্র তাপপ্রবাহের জেরে নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল।