নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): দিল্লির তিহার জেলেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় বুধবার কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস এভিনিউ আদালত। কেজরিওয়ালকে আগামী ৩ জুলাই পর্যন্ত জেলা হেফাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি বিনোদ চৌহানকেও ওই দিন পর্যন্ত জেলা হেফাজতে পাঠানো হয়েছে।
বিচার বিভাগীয় হেফাজত শেষ হওয়ায় বুধবার উভয়কেই তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হয়েছিল। ইডি-র কৌঁসুলি এদিন আদালতে জানান, বিনোদ চৌহান গোয়া নির্বাচনের জন্য অভিষেক বোইনপালির মাধ্যমে বিআরএস নেত্রী কে কবিতার পিএ থেকে ২৫ কোটি টাকা পেয়েছেন।