আগরতলা, ১৮ জুন: ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত পরিবেশ নেই। গত পঞ্চায়েত নির্বাচনে ৯০ শতাংশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছিলেন। আজ প্রদেশ কংগ্রেস ভবনের বৈঠকে এমনটাই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
আজ প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সহ জেলা সভাপতি ও বিভিন্ন সংগঠনের পদাধিকারীদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কৌশল নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী সাহা বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে ভয় ভীতি সন্ত্রাসে বিরোধীদের মনোনয়ন জমা করতে বাধা সৃষ্টি করা হয়েছিল। এরফলেই তাদেট জয় এসে ছিল। এদিন তিনি বলেন, নির্বাচন কমিশনের নিকট কংগ্রসের তরফ থেকে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা এবং বিভিন্ন ভোট কেন্দ্রে প্যারা মিলিটারি ফোর্স দিয়ে যেন নির্বাচন সম্পন্ন করা হয় সেই দাবি জানানো হয়েছে।
তাঁর কথায়, পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে প্রদেশ কংগ্রেস প্রস্তুত। বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।