BRAKING NEWS

বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পূর্বে জিবি বাজার এলাকা পরিদর্শনে মেয়র

আগরতলা, ১৮ জুন: আগামীকাল বিধায়ক হিসেবে শপথ নেবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজ জিবি বাজার এলাকার অসমাপ্ত কাজ পরিদর্শনে গিয়েছেন মেয়র।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,  জিবি বাজার এলাকার রাস্তা প্রশস্ত করার জন্য ইতিমধ্যেই রাস্তার উপরে আসা দোকানগুলি ভেঙ্গে ফেলা হয়েছে। তারপর কাজও শুরু হয়েছে। 

কিন্তু এখন ড্রেন তৈরি করার জন্য আরও কিছু দোকান ভাঙ্গার প্রয়োজন। সে ব্যাপার আজ বিস্তারিত সরজমিনে পরিদর্শন করেন তিনি। এদিন তিনি বিভিন্ন দোকানীদের সঙ্গে কথা বলে সহমতের ভিত্তিতে দোকানগুলি ভেঙ্গে ফেলাী সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে তাদের পুনর্বাসন দেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *