ক্রীড়া প্রতিনিধি, আগরতলা
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নয়। লক্ষ্য রাজ্যের ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেওয়া। পাশাপাশি প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনা। সেই লক্ষ্যকে সামনে রেখে মতিনগরের একঝাঁক অনামী ফুটবলারদের নিয়ে আত্মপ্রকাশে দল গড়লো স্বামী বিবেকানন্দ ক্লাব। ক্লাব সভাপতি সরযু চক্রবর্তী মঙ্গলবার অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে দৃড়তার সঙ্গেই বলেন, আমাদের লক্ষ্য একটাই ফুটবলাররা যাতে ভালো খেলা উপহার দিতে পারে। খেলায় জয়-পরাজয় থাকবেই। তা নিয়ে মাথা ব্যাথা নেই আমাদের। শুধু ভালো খেলুক এটাই চাই। এ বছরই রাজ্য ফুটবল সংস্থা থেকে অনুমোদন পেয়েছে তৃতীয় ডিভিশনে খেলার জন্য দক্ষিণ শহরতলীর ওই ক্লাবটি। আত্মপ্রকাশে যাতে চমক দিতে পারে তাই ক্লাবের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দয়েছে মেয়র দীপক মজুমদার, এইচ আর ওয়ারিয়র ফিটনেস জিমের কর্ণধার বাপি দে, মার্ক ফেডে-র ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা, কার্যকরী সদস্য রাজেশ বনিক, সদস্য দিলীপ দাস, মডার্ণ ক্লাবের সভাপতি সজল চক্রবর্তী প্রমূখ। ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এদিন ক্লাব সচিব কমল দেব, সভাপতি সরযু চক্রবর্তী সহ কর্তাদের হাতে জার্সি তুলে দেন এইচ আর ওয়ার ইয়ার ফিটনেস জিমের কর্ণধার বাপি দে এবং সংস্থার ম্যানেজিং কমিটিতে থাকা দীপ্তনু শ্যাম। ১৯৯৬ সাল পর্যন্ত চুটিয়ে আগরতলার বিভিন্ন লীগে ফুটবল খেলা এইচ আর ওয়ারিয়রের কর্ণধার বাপি দে জার্সি স্পন্সর করে বলেন, ২০২১ সালে জিম উদ্বোধন করার পর থেকে প্রতিনিয়তই আমরা খেলোয়ারদের পাশে থাকার চেষ্টা করে আসছি। যাতে ত্রিপুরার ক্রীড়া জগৎকে কিছুটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। তবে দলীয় ফুটবলারদের কাছে আমার অনুরোধ থাকবে, ভালো খেলার পাশাপাশি শৃঙ্খলা বোধ যাতে বজায় থাকে। মাঠে একজন ভালো খেলোয়াড কখনও মাঠে শৃঙ্খলা ভঙ্গ করে না। পাশাপাশি তিনি আশ্বাস দেন স্বামী বিবেকানন্দ ক্লাব ক্লাবের ফুটবলাররা যদি ভালো খেলে দলকে ফাইনালে নিয়ে যেতে পারে তাহলে তিনি আরো সহযোগিতা করবেন। কমলা জার্সি পড়ে এবার মাঠে নামবে স্বামী বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। দলের কোচ ফনি সরকার ভালো খেলা নিয়ে আশাবাদী। দলীয় ফুটবলাররা হলেন: সোহেল মিঁয়া, আবু বক্কর মিঁয়া, অতনু সরকার, হোসিন সাবির, সোহেল মিঁয়া, সারিফুল ইসলাম, আবু সিদ্দিকি, মাসুম আহমেদ, লিটন ভুঁইয়ান,নজরুল ইসলাম, রোহান মিঁয়া,রবিওল হাসান, সাহাবুদ্দিন মিঁয়া, সাহিন চৌধুরি এবং আমজাদ হোসেন।