চা বাগান শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জুন:
চা বাগান শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মনুভ্যালী চা বাগানের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এধরনের মহতী অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেছেন বিভিন্ন মহলের লোকজনেরা। এধরনের প্রয়াস চা বাগান শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের আগামী দিনেও উৎসাহ যোগাবে বলেও অভিমত ব্যক্ত করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে মনুভ্যালী চা বাগান এলাকায় সমিতির অফিস গৃহ প্রাঙ্গণে। চা বাগানে বসবাসকারী সমস্ত আদিবাসী ও পশ্চাদপদ জনগোষ্ঠীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে কৈলাসহরের মনুভ্যালী,মূর্তি ছড়া, তাচাই,গোলকপুর, হালাইছড়া,রাঙরুঙ, কালিশাসন, হীরাছড়া প্রভৃতি বাগান এলাকার অর্ধশতাধিক ছাত্র ছাত্রীরা সামিল হয়ে সংবর্ধনা গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অফিস প্রাঙ্গণে স্হাপিত সমস্ত আদিবাসী বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই।

এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির সভাপতি স্বদেশ উড়িয়া, সাধারণ সম্পাদক লাল মুন্ডা, ফুলো ঝানো এথলেটিক ক্লাবের সভাপতি জয়দীপ রায়, সম্পাদক প্রভাসীনি উরাঙ প্রমুখ। 

ReplyForwardAdd reaction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *