ডায়মন্ড হারবার, ১৮ জুন (হি.স.): লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। বহু বিজেপি কর্মী-সমর্থকরা এখন ঘরছাড়া। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে তথ্যনুসন্ধানী কমিটি তৈরি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মঙ্গলবার সকালে এই তথ্যনুসন্ধানী দল ডায়মন্ড হারবারে নিপীড়িতদের কথা শুনল মনোযোগ সহকারে।
ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে ভোট হিংসায় আক্রান্তদের কথা মনোযোগ সহকারে শোনেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্ল্ব কুমার দেব প্রমুখ। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও।
রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “সব জায়গায় একই গল্প, যদি আপনি বিজেপির হয়ে কাজ করেন, আপনাকে মারধর করা হবে। আপনি যদি বিজেপিতে আসেন তাহলে আপনার স্ত্রী এবং বাবা-মাকে হিংসার শিকার হতে হবে। মমতা জি, এটি আপনার সরকার। এখানে মহিলাদের মারধর করা হচ্ছে। এটা খুবই গুরুতর বিষয়, মমতা জি, আপনার লজ্জিত হওয়া উচিত, আমি পুলিশকে বলতে চাই, আমাদের দলের কর্মীরা আপনাদের সামনে তাঁদের দুর্দশা প্রকাশ করেছে, যদি পুলিশ তাদের বিরুদ্ধে কোনও মিথ্যা মামলা করে ভুল হবে, আমরা জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্ব সহকারে নেব।”
বিপ্ল্ব কুমার দেব বলেছেন, “পশ্চিমবঙ্গে নারীদের সম্মান দেওয়া হয় না… আমরা এই ব্যবস্থার অবসান ঘটাব। আমরা এই রিপোর্ট জে পি নাড্ডার কাছে জমা দেব এবং আমাদের দল শুধুমাত্র বিজেপি দলের কর্মীদের সঙ্গে নয়, বাংলার সমস্ত মহিলাদের সঙ্গে (বর্তমান সরকার থেকে বাংলাকে) মুক্ত করতে কাজ করবে।”