নিট-ইউজি ইস্যুতে প্রতিবাদ এএপি-র, সৌরভ বললেন এটা ২৪ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয়

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। মঙ্গলবার সকালে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এএপি নেতা সৌরভ ভরদ্বাজও।

নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রসঙ্গে সৌরভ বলেছেন, “এটি ২৪ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয়। সরকারের উচিত ব্যবস্থা নেওয়া এবং তদন্ত করা। আমি মনে করি সাংসদদের এই বিষয়ে আলোচনা করা উচিত।”
উল্লেখ্য, নিট-ইউজি ২০২৪ পরীক্ষা ইস্যুতে কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন্দ্র ও এনটিএ-র কাছে জবাবও চেয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, যদি কারও তরফে ০.০০১ শতাংশ গাফিলতি থেকে থাকে, তাহলে তা গভীর ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *