ট্রেন দুর্ঘটনা : উদ্ধারকার্য সমাপ্ত, শিয়ালদহ-র উদ্দেশ্যে রওয়ানা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

আগরতলা, ১৭ জুন : উদ্ধারকার্য সমাপ্ত হতেই ১৫টি বগি নিয়ে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ-র উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, ওই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন রেল কর্মী এবং বাকি পাঁচজন রেল যাত্রী রয়েছেন। 

ওই ট্রেনের যাত্রী কমল চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই হতভম্ব হয়ে পড়েছিলাম। কিছু বোঝার আগে অনেকেই হুড়মুড়িয়ে পড়েছিলেন। তাতে, বেশ কয়েকজনের শরীরে আঘাত লেগেছিল। তবে, বড় ধরনের বিপদ থেকে অল্পতে রক্ষা পেয়েছি। 

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি বগি এবং পণ্যবাহী ট্রেনের সামনের ইঞ্জিন সহ পাঁচটি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *