BRAKING NEWS

চুরি কাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী, চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবিতে থানায় ডেপুটেশন স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বাইক চোরকে ধরা, বাইক উদ্ধার করা, এলাকার ড্রাগস কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে সোমবার বামুটিয়া পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন প্রদান করে রথখলা এলাকার জনগণ।

বাইক চুরির ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশের ব্যর্থতা দেখে এলাকার জনগন এবারে থানায় এই ডেপুটেশন প্রদান করে। গত ১১ জুন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রথখলার বিমল  দত্ত চৌধুরীর বাড়ি থেকে উনার মেয়ের জামাই উত্তম দত্তের  টিআর০১-এবি-৭৯৮৮ নম্বরের বাজাজ ভি মডেলের বাইকটি চুরি করে নিয়ে নিয়ে যায় চোরের দল। পরবর্তী সময় বামুটিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ করার পাঁচ দিনে পেরিয়ে গেলেও পুলিশ চোর ধরতে বা বাইক উদ্ধার করতে পারেনি।

রথখলা এলাকার জনগণের দাবি ড্রাগস সেবনকারীরা এই চুরি কান্ড সংগঠিত করে। তাই পুলিশ অবিলম্বে তদন্তক্রমে চুরি যাওয়া বাইক উদ্ধার করে চোরকে কঠোর শাস্তি প্রদান করুক, এই দাবিতেই এদিন থানায় ডেপুটেশন দিয়েছেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *