BRAKING NEWS

লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা, বাইকে দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী বৈষ্ণব

শিলিগুড়ি, ১৭ জুন (হি. স.) : সপ্তাহের শুরুতেই সোমবার সাতসকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিকজন। আহতও হয়েছেন অনেকে। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপর সেখান থেকে বাইকে চেপে দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী।

উল্লেখ্য, সোমবার সকালে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে একটি মালগাড়ি। বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনের দু’টি কামরা। দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কাছে রাঙ্গাপানি স্টেশন সংলগ্ন নীচবাড়ি এলাকায়। সিগন্যাল না পেয়ে নীচবাড়ি ও চটেরহাটের মাঝে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময় পিছন দিক থেকে এসে একটি মালগাড়ি ওই ট্রেনে ধাক্কা মারে। ঘটনায় এক্সপ্রেস ট্রেনের দু’টি কামরা বেলাইন হয়ে যায়। জানা গেছে, এই দুর্ঘটনায় নিহত ও আহত বহু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *