নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় রেলের পক্ষ ঘোষণা করা হল অর্থ সাহায্য। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স মাধ্যমে জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় নিহতদের ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহতদের দেওয়া হবে ২.৫ লক্ষ টাকা এবং সামান্য আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
এই ট্রেন দুর্ঘটনা সম্পর্কে রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও জয়া বর্মা সিনহা বলেছেন, মোট ৮ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় মালগাড়ির চালক ও সহকারী চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের গার্ড মারা গিয়েছেন।