শাহজাহানপুর, ১৭ জুন (হি.স.): উত্তর প্রদেশের শাহজাহানপুরে আগুন লাগল আম্বা সিনেপ্লেক্সে। রবিবার গভীর রাতে ওই প্রেক্ষাগৃহে আগুন লাগে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। সিনেমা হল দিনের মতো বন্ধ হওয়ার পর এই আগুন লাগে। সিনেমা শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। সিনেমা হল ছেড়ে ধীরে ধীরে বেড়িয়ে পড়েন দর্শকেরা।
এরপর গভীর রাতে হঠাৎ কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। আগুনে পুড়ে যায় দর্শকের আসন। রবিবার রাত ১১টায় উত্তর প্রদেশের শাহজাহানপুরের আম্বা প্রেক্ষাগৃহে ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় কেউ আহত হননি বলে দমকল সূত্রে খবর। সিনেমা শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যেই এই আগুন লাগে।
সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেন প্রেক্ষাগৃহের কর্মীরা। খবর পাওয়ার পরেই ছ’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। দমকলকর্মীদের পাশাপাশি সেখানে পৌঁছে যায় পুলিশও। আগুন যেন বাইরে ছড়িয়ে না পড়ে, সে কারণে প্রেক্ষাগৃহের মুখ্যদ্বারগুলি বন্ধ করে দেয় পুলিশ। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।