নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার পৌরহিত্যে সোমবার দুপুরে সম্পন্ন হলো প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের এই বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও লোকসভা নির্বাচনের ফলাফল নিয়েও এদিন বিশ্লেষণ হয়েছে এই বৈঠকে।
এদিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য মন্ত্রী বিধায়কেরা।
আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শুরু হতে পারে। এই নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি কিভাবে অংশগ্রহণ করবে তা নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিনের এই পর্যালোচনা বৈঠকের মধ্য দিয়ে এক প্রকার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের রণকৌশল তৈরি হয়েছে। এই রণকৌশলকে সামনে রেখে নির্বাচনী মাঠে শাসক দল বিজেপি পঞ্চায়েত নির্বাচনে জয় হাসিল করতে ঝাঁপিয়ে পড়বে বলে, ধারণা করা হচ্ছে।