Train Accident Update : দুর্ঘটনার কবলে আগরতলা থেকে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, উদ্বিগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : সাতসকালেই ত্রিপুরবাসীর বুকে কাঁপন ধরেছে। আগরতলা থেকে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। নিউ জলপাইগুড়ি থেকে কিছুটা দূরত্বে পশ্চিমবঙ্গের চটেরহাট নিজবাড়ি এলাকায় সকাল পৌনে নয়টা নাগাদ মালগাড়ির সাথে সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটেছে। তাতে, অনেকেই আহত হয়েছেন বলে প্রাথমিক খবর। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়ে গেছে। পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়েছি। তবে, এখনও সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এই ঘটনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে বার্তায় ত্রিপুরার পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আজ সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের কিছুটা দূরত্বে রাঙাপানির কাছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে ট্রেনের দুটি কামরা। দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

এদিন সামাজিক মাধ্যমে বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা লিখেছেন, একটি দূভার্গ্যজনক ঘটনায় আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির নিকট দূর্ঘটনাগ্রস্ত হওয়ার বিষয়ে অবগত হয়েছি। মালগাড়ির সাথে এই সংঘর্ষে তিনটি বগি বিশেষ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতোমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। রাজ্য সরকার রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যাত্রীদের উদ্ধার এবং সুরক্ষার বিষয়ে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি এই দূর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জানতে পেরে আমি হতবাক। বিশদ বিবরণের অপেক্ষায় রয়েছি, তবে জানতে পেরেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি পণ্য ট্রেনের সাথে ধাক্কা খেয়েছে। উদ্ধারকার্য, চিকিৎসা সহায়তার জন্য স্থানীয় জেলা শাসক, জেলা পুলিশ সুপার, চিকিত্সক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়েছে।

বিস্তারিত আসছে…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *