পাটনা, ১৭ জুন (হি.স.) : পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় বিহারের এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি খাগরিয়া জেলার ছত্তন সাহ বলে জানা গেছে। খবর পেয়ে খাগড়িয়ার নবনির্বাচিত সাংসদ রাজেশ ভার্মা নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন। তিনি প্রশাসনের সাথে কথা বলেন এবং সম্ভাব্য সব ধরনের প্রশাসনিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
প্রসঙ্গত, সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি স্টেশনের কাছে ওই ট্রেনে পিছন দিক থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে আটজনের মৃত্যু হয়।